আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

আজ ১৫ জানুয়ারী সোমবার শুভ অধিবাসের মধ্য দিয়ে দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তিকল্পে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির অঙ্গনে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলারস কীর্তন শুরু হবে। সোমবার সন্ধ্যায় শ্রীমদ্ভগ্বদ্ গীতা পাঠ গঁঙ্গা আবাহন, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। ১৬জানুয়ারী মঙ্গলবার, ও ১৭ জানুয়ারী বুধবার শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলারস কীর্তন এবং ১৮ জানুয়ারী বৃহস্প্রতিবার কুঞ্জভঙ্গ অন্তে মধ্যাহ্নে শ্রী শ্রীমন্মাহাপ্রভূর ভোগ আরতী, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে লীলা রসামৃত কীর্তন পরিবেশন করবেন,নব নিত্যানন্দ সম্প্রদায় সাতক্ষীরার কুমারী আশালতা মন্ডল,শ্রীশ্রী মা লক্ষী সম্প্রদায় সাতক্ষীরার রাজীব বিশ্বাস,নিত্যানন্দ সম্প্রদায় নওগাঁ মান্দার প্রেমানন্দ হালদার,জনম দুঃখীনি সম্প্রদায় বগুড়ার শ্রীমতি সূচনা রানী দেবনাথ(চৈতী)। হরিনাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী জানান,১৬ প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। সকল ভক্তবৃন্দদের যজ্ঞাঅনুষ্ঠানে পদচারনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন