নন্দীগ্রামে দুটি এনজিও সহ একটি ব্যাংকে চুরি

বগুড়ার নন্দীগ্রামে পর পর দুটি এনজিও সহ একটি ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় নন্দীগ্রাম থানায় পৃথক পৃথক ভাবে অভিযোগ করা হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে সোমবার (১৫ জানুয়ারি) রাতে ইসলামি ব্যাংক পন্ডিত পুকুর এজেন্ট শাখার মুল গেটের তালা কেটে অফিস কক্ষে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙ্গে সাড়ে ৫ হাজার টাকা চুরি হয়েছে বলে ইসলামি ব্যাংক নন্দীগ্রাম উপজেলা শাখার ম্যানেজার রওশন কবির জানান। অপরদিকে উদ্দীপন নন্দীগ্রাম শাখার ম্যানেজার এসএস জীবন জানান, গত রবিবার রাত ১টা প্রর্যন্ত অফিস করে অফিস বন্ধ করে বাসায় চলে যাই পরেরদিন সকালে অফিসে এসে দেখা যায় পূর্ব ধারের জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে টেবিলের ড্রয়ার ভেঙ্গে ১লক্ষ ২০ টাকা চুরি করে নিয়ে যায় ও আলমারির তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে। অপরদিকে টিএমএসএস ইসলামি নন্দীগ্রাম শাখার ম্যানেজার আব্দুস সালাম জানান, গত রবিবার রাতে আমরা ১২টা প্রর্যন্ত অফিস করে বাসায় চলে যাই পরেরদিন সকালে অফিসে এসে দেখা যায় অফিস কক্ষের পূর্বের জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা অফিসে প্রবেশ করে সমস্ত ড্রয়ার ও আলমারির তালা ভেঙ্গে কোন টাকা পয়সা না পেয়ে সমস্ত কাগজপত্র তছনছ করে। এব্যাপারে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, চুরির ঘটনা গুলির অভিযোগ পেয়েছি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন