প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৪ ২২:৪৭

বগুড়া সদরে দুই ব্যবসায়ীর সাড়ে পাঁচ লক্ষ টাকা ছিনতাই

ব্যবস্থা নেওয়ার দাবী
ষ্টাফ রিপোর্টার
বগুড়া সদরে দুই ব্যবসায়ীর সাড়ে পাঁচ লক্ষ টাকা ছিনতাই

বগুড়া সদরের শশুবদনী ও নামুজা রোডে দিনে দুপুরে  সনাতন ধর্মের দু'জন ব্যবসায়ীর  সাড়ে পাঁচ লক্ষ টাকা ছিনতাই। ব্যবস্থা  নেওয়ার দাবী। সদর থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন।

সরে জমিনে ও ক্ষতি গ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে বগুড়া সদরের চাঁদমুহা হরিপুর গ্রামের মৃত কালীরচন্দ্র  দাসের পুত্র শ্রী রমনাথ দাস দীর্ঘ দিন যাবৎ নাটোর জেলা সহ বিভিন্ন জেলা থেকে  গুড় ক্রয় করে গুড় দিয়ে বিভিন্ন প্রকার মিষ্টান্ন তৈরি করে  বিভিন্ন বাজারে পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে। ক্রয় কৃত গুড়ের টাকা পরিশোধের জন্য নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ অগ্রনী ব্যাংকের মাধ্যমে টিটি করে মহাজনকে টাকা পাঠায়। গত ১৪/১/২৪ ইং তারিখে দুপুর অনুমান ২টার সময়  রমনাথ তার তিন লক্ষ ও পাশের একজন ব্যবসায়ী সত্যর দুই লক্ষ পঞ্চাশ হাজার মোট সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে ঘোড়াধাপ ব্যাংকে সাইকেলে চড়ে যাওয়ার পথে তিন জনের একটি মোটর সাইকেল আরোহী তার পথ রোধ করে
ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনতাই করে বীর দর্পে চলে যায় বলে রসনাথ জানান, 
।  রমনাথের পুত্র সুজন ও পুত্র বধু জানান আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই বলে এ অন্যায়ের বিচার পাবো না? আমরা এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও চাঁদাবাজদের ভয়ে ভাল কোন কিছু করতে পারিনা। করতে গেলে তাদেরকে চাঁদা দিতে হয়। বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটক করে টাকাগুলি উদ্ধারের জন্য ক্ষতি গ্রস্থ পরিবার প্রশাসনের নিকট আকুল আবেদন জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে