প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৪ ২৩:৩৪

গাবতলীতে সেলাই মেশিন ও পানির ফিল্টারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ

এডিপির অর্থায়নে
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে সেলাই মেশিন ও পানির
ফিল্টারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ

২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলা উন্নয়ন তহবিল (এডিপি) হতে বগুড়া গাবতলীর বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধিদের হুইল চেয়ার, কৃষকদের স্প্রে মেশিন, দুস্থ পরিবারের মাঝে নলকুপ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে ক্রীড়া সামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কিত বই, পানির ফিল্টার, টিফিন বক্স এবং গাবতলী সদর ইউনিয়নে রিং পাইপ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এসব বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন ও ইউএনও নুসরাত জাহান বন্যা। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ ফারুক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, নাড়ুয়ামালা হাইস্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে