প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৪ ২৩:৩৭
সারিয়াকান্দিতে চালের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করলেন-এসিল্যান্ড
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে চালের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করলেন এসিল্যান্ড । গতকাল বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় পৌর বাজার মনিটরিং করে চাউল ব্যবসায়ীদের সতর্ক করেন । ব্যবসায়ীদের সিন্ডিকেট ঘিরে চালের দাম বাড়ানো না হয় সেজন্য প্রতিটি দোকানে ক্রয় কৃত পণ্যের রশিদ এবং মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখার নির্দেশ দেন।
সে সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক সারিয়াকান্দি সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে চালের ক্রয় করতে পারেন সে ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। বাজারের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও অতিরিক্ত মুনাফা লাভ করে জনজীবনকে দুর্বিষহ না করতে সকলকে আহ্বান জানান ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন