প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৪ ২৩:৪০
মহাদেবপুরে দোতলার ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
অনলাইন ডেস্ক

নওগাঁর মহাদেবপুরে দোতলার ছাদ থেকে পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গত ১৬ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যার আগ মুহুর্তে উপজেলার সফাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, ওইসময় এ গ্রামের মৃত খরগেশ্বর ওরফে খোকার স্ত্রী ছাঁয়া বালা (৬৫) তাদের দোতলার ছাদে শুকনো কাপড় তোলার জন্য যায়। এসময় অসাবধানতা বশত ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। এ ঘটনায় তার শরীরের কয়েক স্থানের হাড় ভেঙ্গে যায়।তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সেখানে ছায়া বালার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন