প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৪ ২৩:৩৮

ধুনটে জমি নিয়ে বিরোধে মন্দির ও বাড়ি ভাংচুর, আটক ৩

অনলাইন ডেস্ক
ধুনটে জমি নিয়ে বিরোধে মন্দির
ও বাড়ি ভাংচুর, আটক ৩

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে মন্দির ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। প্রতিপক্ষের হামলায় মথুরাপুর উনিয়নের ছাতিয়ানি গ্রামের গ্রাম পুলিশ বিনয় চন্দ্র দাসের স্ত্রী চায়না রানী ও তার ছেলে লিটন চন্দ্র দাস আহত হয়েছে। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এঘটনায় বৃহস্পতিবার আহত চায়না রানীর স্বামী গ্রামপুলিশ বিনয় চন্দ্র দাস বাদী হয়ে আটককৃতরা সহ ১০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।  

জানাগেছে, গত ৮ বছর আগে চায়না রানী ১০ শতক এবং ভাসুর গোকুল চন্দ ১৫ শত জমি প্রতিবেশি আবু সিদ্দিকের কাছে বিক্রি করে দেয়। অবশিষ্ট ৬ শতক জমিতে চায়না রানী ঘরবাড়ি নির্মান করে এবং পাশেই লক্ষি মন্দির স্থাপন করেন বসবাস করে আসছেন। পরবর্তীতে আবু সিদ্দিক অবশিষ্ট ৬ শতক জমিও কমমূল্যে ক্রয়ের জন্য বিভিন্নভাবে হুমকি দেয় চায়না রানীকে। কিন্তু তারা জমি বিক্রি করতে রাজি না হওয়ায় বুধবার সকাল ১০টার দিকে আবু সিদ্দিক, তার ছেলে আবু তালেব, ভাতিজা শহীদুল ও রহিম সহ ১০/১২ জন ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালিয়ে চায়না রানীর বাড়ি ঘর ও লক্ষী মন্দির সহ গোপাল ঠাকুরের প্রতীমা ভাংচুর করে। 

এদিকে এই হামলার সংবাদ পেয়ে ধুনট থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত সিদ্দিক, তালেব ও বারিককে আটক করে।

এবিষয়ে ধুনট থানার এসআই জাহাঙ্গীর জানান, হামলার সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে তিনজনকে আটক করা হয়। এঘটনায় আটককৃতরা সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে