প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৪ ২৩:৪৪

শিবগঞ্জে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে জাতীয়  স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৪ দিন ব্যাপী উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার চাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণকারী ক্রীড়া প্রতিযোগী চাম্পিয়ন ও রানার্সআপদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, খাদইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজিজার রহমান, বেতগাড়ী মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয় ইলু ইয়াসমিন, আলাদীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ ফজলুর রহমান, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল আলম, পঞ্চদাস উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান, গুজিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কিচক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, ধুলাঝাড়া দাখিল মাদ্রাসা সুপার আব্দুল মোমিন, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, শরীর চর্চা শিক্ষক সাইফুল ইসলাম, প্রান গোপাল দাস। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে