প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৪ ২৩:০২
শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন আটক
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক, চুরি ও পলাতক মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন ৬শত গ্রাম খাজা সহ মাদক মামলার আসামী বগুড়া জেলার শিবগঞ্জ থানার সিহালী গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে আব্দুস সালাম, একই মামলার পলাতক আসামী বগুড়া জেলার সদর থানার ফুলবাড়ি উত্তরপাড়া মহল্লার আব্দুল খালেকের ছেলে খাজা মিয়া এবং গরু চুরি মামলার এজাহার ভুক্ত আসামী পূর্বসৈয়দপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাহবুর রহমান। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, মামলা মুলে আটককৃত আসামীদের সোমবার জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন