গোবিন্দগঞ্জে নবজাতক শিশুদের মাঝে শীতকালীন উপকরণ বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে রোগী কল্যাণ সমিতি হতে নবজাতক শিশুদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতকালীন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন নবজাতক শিশুর মাঝে শীতকালীন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওলিউল ইসলাম বিপ্লব, মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, সহকারী সার্জন আরএমও ডাঃ ফরহাদ আলী, ডাঃ রেদওয়ান, ডাঃ ফাহাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন