গাবতলীতে মটরসাইকেল দূর্ঘটনায় উপজেলা আ’লীগের সভাপতি মিলুসহ ৩জন আহত

বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু মটরসাইকেল দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। তিনি ছাড়াও তার দুই সফর সঙ্গী আহত হয়েছেন। ২৪জানুয়ারী বিকেল ৩টায় উপজেলার কদমতলী নির্মাণাধীন ব্রীজ সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু গাবতলী উপজেলা পরিষদ থেকে কদমতলী যাওয়ার পথিমধ্যে কদমতলী নির্মাণাধীন ব্রীজ সংলগ্ন স্থানে পৌছিলে একটি ব্যাটারি চালিত অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে একটি নিচু জায়গায় পড়ে যায়। তার মাথা, কন্ঠা, কোমর, পায়ের হাটুতে আঘাত। এ সময় তার মটর সাইকেল চালক উপজেলা আ’লীগের সদস্য জাহাঙ্গীর ও উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবু হারেজ আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাবতলী হাসপাতালে নিলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য বগুড়া পাঠানো হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন