নন্দীগ্রামে জুয়ার আসরে পুলিশের অভিযান, ৭জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জাম নগদ টাকা উদ্ধার সহ জুয়ার আসর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। থানা সুত্রে জানা গেছে গত মঙ্গলবার বিকেলে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের বরিহট্ট গ্রামের মৃত অছিম উদ্দিন এর ছেলে আঃ আজিজের বসত বাড়িতে জুয়ার আসর চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে নন্দীগ্রাম থানার একদল পুলিশ অভিযান চালায়। জুয়ার আসর থেকে ৭জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যায় আরো ৩জুয়াড়ি। আটককৃত জুয়াড়িরা হলো বরিহট্ট গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৪৮), একই গ্রামের আক্কাস আলীর ছেলে হারুন অর রশিদ (৩২), অছিম উদ্দিনের ছেলে কালু প্রামানিক (৪২), খয়ের আলীর ছেলে আব্দুল হান্নান (৩৯), থালতা দক্ষিণপাড়ার বাবলু মিয়ার ছেলে সোহেল রানা (২৫), একই গ্রামের রেজাউল করিমের ছেলে আরিফুল ইসলাম (২৪) ও মৃত বছির উদ্দিন মন্ডলের ছেলে বেলাল মন্ডল (৪২)। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭জুয়াড়িকে জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত সাত ও পালিয়ে যাওয়া তিন জুয়াড়িসহ মোট ১০জনের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে গতকাল আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন