শিবগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ১ জনকে পিটিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ১ কৃষক পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, আবু বক্কর সিদ্দিক এর স্ত্রী রহিমা বেগম (৪৮) ও মাসুম এর স্ত্রী রুমা বেগম (২৪)।
শিবগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আইনুল হক জানান, নিহত কৃষক উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা গ্রামের মৃত তুফান প্রামানিকের ছেলে আনারুল ইসলাম (৫৫)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গ্রাম পুলিশ আবু বক্কর সিদ্দিক ও ছেলে রহিম এবং করিম এর নেতৃত্বে ২০/২৫ জন বেআইনীভাবে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ীতে অনধিকার প্রবেশ করে ২২ জানুয়ারী সোমবার সকাল ১১টায় হুদাবালা গ্রামে আনারুলের বাড়ীতে অতর্কিত হামলা চালায়। এতে আনারুল সহ ৬জন আহত হয়। একপর্যায়ে এলাকাবাসী আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ শে জানুয়ারী বুধবার সকাল ৭টায় নিহত আনারুল টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনারুল মৃত্যু বরণ করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, নিহতর লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে থানা হেফাজতে রাখা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন