নন্দীগ্রামে বণিক সমিতি'র উদ্যোগে এমপি তানসেন কে গণ সংবর্ধনা প্রদান

বগুড়ার নন্দীগ্রামে গত ২৭শে জানুয়ারী (শনিবার) বাদ মাগরিব নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের কুমিড়া-পন্ডিতপুকুর বাজার বণিক সমিতি'র উদ্যোগে ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম রেজাউল করিম তানসেন কে গণ সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কুমিড়া-পন্ডিতপুকুর বাজার বণিক সমিতি'র সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মাহফুজার রহমান মাফু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ, ৩নং ভাটরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মোরশেদুল বারী, কুমিড়া-পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: শফিকুল ইসলাম, ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আফছার উদ্দিন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তার হোসেন বকুল, কুমিড়া-পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালেক, কুমিড়া-পন্ডিতপুকুর বাজার বণিক সমিতি'র সাধারণ সম্পাদক সম্পাদক বেনজির খালেদ, আড়ৎদার সমিতি'র সভাপতি মোঃ ফরহাদ আলী মন্ডল, টাইগার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন, ইউপি সদস্য মাহাবুর রহমান, এমপির পিএস মোজাফফর হোসেন, সফর সঙ্গী মো: শহিদ প্রাং, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীব, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি এস,এম সুমন, সাধারণ সম্পাদক আজিজার রহমান, সদস্য আল-আমিন প্রমুখ। গণ সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন