প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৪ ২৩:৩৪

বাল্যবিবাহ- ইভটিজিং- আত্মহত্যা ও মাদক সেবন প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে ওসি শিবগঞ্জ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বাল্যবিবাহ- ইভটিজিং- আত্মহত্যা ও মাদক সেবন 
প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে 
         ওসি শিবগঞ্জ

বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদক সেবন, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহার প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহের কারণে আমাদের ছেলেমেয়েদের সর্বনাশ আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি। বাল্যবিবাহের কারণে আমাদের সন্তানের মানষিক বিকাশে বাঁধা গ্রস্থ হয়। বাল্যবিবাহের কারনে অকালে স্বাস্থ্য হানি, অকাল মৃত্যুর মত ঝুকির আশংকা থাকে। আত্মহত্যা হত্যা করা মহাপাপ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তেমনি আমাদের মৃত্যুও নির্ধারণ করেছেন। কেউ যদি আত্মহত্যার মত জঘন্যতম পথ বেঁছে নেয়। সে ইহকাল ও পরকাল দুই কালই হারাবে ।  মাদক সেবনে যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। মাদক সেবনকারী সন্তান যেমন পিতামাতার একটি বোঝা সমতুল্য তেমনি সমাজেরও বোঝা স্বরুপ। ইভটিজিং তরুন সমাজের একটি সমাজিক অবক্ষয়। ইভটিজিং এর ফলে সমাজে নানা বিবাদের সৃষ্টি হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণে ছাত্র সমাজের কর্মময় জীবনে নানা বিপত্তি ডেকে আনে। মোবাইল ফোনের যেমন ভাল দিকও রয়েছে, তেমনি রয়েছে এর অপব্যবহারের খারাপ দিক। মোবাইল ফোন অপব্যবহারে মানুষের চারিত্রিক গুনাগুণ ধ্বংস করে। তেমনি ছাত্রদের জীবন বিকাশে বাঁধা হয়ে দাঁড়ায় লেখাপড়ার সময় নষ্ট করে। ছাত্র জীবনে মোবাইল ফোন অপব্যবহার সহ উপরোক্ত বিষয়ের উপরে সকলকে সচেতন হতে হবে। তিনি গতকাল মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাল্যবিবাহ, আত্মহত্যা, মাদক সেবন, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহার প্রতিরোধ কল্পে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন মোকামতলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক শাহনাজ বেগম, সিনিয় শিক্ষক ফারুক ইসলাম, আবু জাফর, ওমর ফারুক, মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফজলুর রহমান সহকারি শিক্ষক হাফিজার রহমান, রূপশ্রী অধিকারী। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে