প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৪ ২২:০২

বুড়িগঞ্জে আ’লীগ নেতা ও ব্যবসায়ী মশিউর এর জানাজায় মানুষের ঢল

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
বুড়িগঞ্জে আ’লীগ নেতা ও ব্যবসায়ী
 মশিউর এর জানাজায় মানুষের ঢল

গতকাল সোমবার বাদ আছর বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির ছাতড়া এবতেদায়ী মাদ্রাসা মাঠে আ’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পূবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পপতি আব্দুল আলিম রজিব, নজরুল ইসলাম নজুসহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, শিক্ষক, সূধীজন, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ। উল্লেখ্য যে, সোমবান সকালে আ’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান স্ট্রোক করে মারা যান। এর জানাজায় মানুষের ঢল।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে