প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৪ ২২:০৬

দুপচাঁচিয়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৮ম বিজ্ঞান অল্পিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ৪৫তম দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় গতকাল সোমবার দুপুরে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক। পরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথীর সভাপতিত্বে উদ্বোধনী সভায়  প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন, নূর মোহাম্মাদ আবু তাহের, সহকারী শিক্ষক সুদেব কু-ু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন পারভেজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী। উদ্বোধনী সভা শেষে অতিথিবৃন্দ মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ২৩টি স্টল অংশগ্রহণ করে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে