শিবগঞ্জ পৌরসভার নৈশ প্রহরী নজরুল ইসলাম মন্ডলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নৈশপ্রহরী নজরুল ইসলাম মন্ডল (৫৭) হৃদ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)।
শিবগঞ্জ পৌরসভা কার্যাল হতে জানা যায়, সোমবার দিবাগত রাতে শিবগঞ্জ পৌরসভা কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় রাত ২ টায় হৃদ রোগের আক্রান্ত হন। এসময় পৌর প্রকৌশলী হাশেম আলী মুমূর্ষ অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আংশকা জনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়াম্যান ফিরোজ আহমেদ রিজু, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, শিবগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন, ভারপ্রাপ্ত মেয়র আবু সাইদ, পৌর প্রকৌশলী হাশেম আলী, কাউন্সিলর খ.ম শামীম, রবিউল ইসলাম, রুহুল আমিন, অফিস সহকারি বদিউজ্জামান, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু, বজলুর রহমান। মঙ্গলবার বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ী আটমূলের গোর্ণা গ্রামে নামাজের জানাযা শেষে দাফন করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন