প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:২৮

গোবিন্দগঞ্জে দুর্ধষ ২ ডাকাত গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে দুর্ধষ ২ ডাকাত গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ১৫টি ডাকাতি মামলার দুর্ধষ ২ ডাকাত গ্রেফতার। 

পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি কামদিয়া ইউনিয়নের শ্যামপুরে একটি বাড়ীতে ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে দেশীয় অস্ত্র ধরে জিম্মি করে নগদ টাকা স্বর্নালংকার সহ প্রায় ১৫ লাখ টাকার মুল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে কুখ্যাত ২ জন ডাকাত শহিদুল ইসলাম ওরফে কারেন্ট এবং আজিজুল হক ওরফে কালামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি জয়পুরহাট জেলার কালাই উপজেলার ভাটাহার গ্রামের জাবেদ আলীর পুত্র শহিদুল ইসলাম ওরফে কারেন্ট, মোহাম্মদ আজিজুল ইসলাম ওরফে আবুল কালাম পিতা: মৃত আছির উদ্দিন মন্ডল ওরফে পচা মন্ডল, গ্রাম বাদশা (গুচ্ছগ্রাম), উপজেলা জয়পুরহাট, জেলা জয়পুরহাট। গ্রেফতারকৃত ডাকাতদ্বয়ের নামে ১৪/১৫টি করে চুরি ডাকাতি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বসতবাড়ী ডাকাতি করার কথা স্বীকার করেছে।
বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান ১৫ মামলার আসামী কুখ্যাত ২ ডাকাতকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বিজ্ঞ চৌকি আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে