গোবিন্দগঞ্জে সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পারসোনাইডাঙ্গা গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গিয়েছে।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নুরজাহান বেগম ও স্বামী আমিরুল ইসলাম রাখালবুরুজ ইউনিয়নের পারসোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। পারসোনাইডাঙ্গা মৌজার জেল এল নং- ৩০৪, খতিয়ান নং- ২৩৬, ৩৬৯ ও ৩৩০ দাগে ১৩ ও ১৫ শতক সহ মোট ২৮ শতক জমি পৈতৃক ও কবলা সূত্রে আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে চাষবাদের মাধ্যমে ভোগ-দখল করে আসছে। কিন্তু গত পহেলা ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে বিবাদী আমজাদ হোসেনের পুত্র নাজিম উদ্দিন, চান মিয়ার পুত্র সাহেব মিয়া, মৃত রমজান আলীর পুত্র চান মিয়া ও আমজাদ হোসেন একই গ্রামের বাসিন্দা হাতে লাঠি, লোহার রড, শাবল, কোদালসহ সন্ত্রাসী ভাড়া করে উক্ত জমিতে প্রবেশ করে বেদখলের উদ্দেশ্যে ট্রাক্টর দিয়ে ধানের চারা রোপনের চেষ্টা করে। তখন নুরজাহান বেগম ও আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে বিবাদীরা গালিগালাজ, মারপিট, খুন-জখমের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদর্শন করে মারমুখী আচারণ করে। তখন প্রত্যেক্ষদর্শী হিসাবে আবু বক্করের পুত্র এনামূল হক, হেলাল মিয়ার স্ত্রী রুজিনা বেগম ও মৃত মোনতাজ আলীর পুত্র ছদরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনা দেখেছে।
বাদী ও বিবাদীগণ সম্পর্কে ভাগী-শরিক। বিবাদী নাজিম উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বাদী নুরজাহান বেগমের স্বামী আমিরুল ইসলামের মামলা-মোকাদ্দমা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মারপিট, রক্তক্ষয়ী সংঘর্ষ ও জমি দখলের আশংকায় বাদী নুরজাহান বেগম গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন