প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:১৪

নন্দীগ্রামে ইদুরের গর্ত দিয়ে পানি আসাকে কেন্দ্র করে মারপিট থানায় অভিযোগ

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-
নন্দীগ্রামে ইদুরের গর্ত দিয়ে পানি আসাকে কেন্দ্র করে মারপিট থানায় অভিযোগ

ইদুরের গর্ত দিয়ে পানি আসাকে কেন্দ্র করে নন্দীগ্রামে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, অভিযোগটি করেন নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া গ্রামের  আব্বাস আলীর ছেলে  জিয়াউর রহমান। অভিযোগে  জিয়া উল্লেখ করেন গত ২৯ জানুয়ারি বেলা সাড়ে ১১ টার সময়  মনিনাগ মৌজায় আমার ভোগ দখলীয় জমিতে আমি আমার পাওয়ার টিলার দিয়ে চাষ করছিলাম। উক্ত সময় আমার জমির পাশর্^বর্তী জহুরুল ইসলাম চাঁদ এর জমি পানি ইদুরের গর্তের ভিতর দিয়ে আমার জমিতে এসে পড়ে। হঠাৎ করেই মৃত কাশেম আলীর ছেলে আবু তালেব তালেবের ছেলে তুহিন ও তালেবের ছোট ভাই আদম আলী শেখ ও গ্রামের শামছুল শেখের ছেলে শাজাহান আলী পাওয়ার টিলারের সামনে এসে চাষ বন্ধ করে দেয়। তাদেরকে সামনে থেকে সরে যেতে বললে বিবাদীরা আমাকে গালিগালাজ সহ এলোপাথাড়ি ভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।  মারপিটের একপর্যায়ে চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা যাবার সময় আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়।  উক্ত বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান  জিয়াউর রহমান। জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমীর হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে