প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:০৬

দুপচাঁচিয়া শাপলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে যড়যন্ত্রমূলকভাবে নির্বাচনের প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া শাপলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে যড়যন্ত্রমূলকভাবে নির্বাচনের প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুপচাঁচিয়া শাপলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে যড়যন্ত্রমূলকভাবে সভাপতি নির্বাচনের প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দাতা সদস্য জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ শামীমা আক্তার মুক্তা। গত ৫ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯/০১/২০২৪ইং তারিখে অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠন এর লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে আমি ভোটের মাধ্যমে দাতা সদস্য নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পরে পরিচালনা পর্ষদের সভাপতি পদে মনোনীত হতে চাইলে এবং প্রস্তাব করলে প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী ও বিদ্যালয়ের অবৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনুর ইসলাম(শাহীন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নাম প্রস্তাব করে আমাকে  সভাপতি পদে প্রার্থী না হওয়ার জন্য চাপ প্রয়োগ ও হেয় প্রতিপন্ন করেন। যাহাতে আমি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে অত্যন্ত অসম্মানবোধ করি। উক্ত পরিচালনা পর্ষদের সভাপতি পদে ভোটে নির্বাচিতদের মধ্য থেকে সভাপতি না করে নীতিমালা বর্হিভূতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করার জন্য নাম ঘোষণা দেন। এই নীতিমালা বর্হিভূত ঘোষণা দেওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সইে সাথে পরিচালনা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে নীতিমালা অনুযায়ী সভাপতি নির্বাচনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে