প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:২১

নন্দীগ্রামে ভ্যান রাখাকে কেন্দ্র করে মারপিট, আহত ১

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-
নন্দীগ্রামে ভ্যান রাখাকে কেন্দ্র করে মারপিট,  আহত ১

বগুড়ার নন্দীগ্রামে ভ্যান রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার হয়ে রাকিব নামে এক অটো ভ্যানচালক গুরুতর আহত হয়েছে। এঘটনায় সোমবার (৫ফেব্রুয়ারি)  নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগটি করেন উপজেলার চাকলমা গ্রামের রাজ্জাকের ছেলে মোঃ রাকিব হোসেন। অভিযোগ থেকে জানা যায়, গত রবিবার  দুপুরে চাকলমা বাজারে রাজ্জাক আলীর  ছেলে রাকিব হোসেন (২২) ভ্যানে যাত্রী উঠানোর জন্য ভ্যান সিরিয়ালে রাখতে গেলে চাকলমা ফকিরপাড়ার মৃত ওমর উদ্দিনের ছেলে বাচ্চু মিয়ার ভ্যানের সাথে ধাক্কা লাগে। ভ্যানের সাথে ভ্যান ধাক্কা লাগায় দুজনের মধ্য বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বাচ্চু রাকিবের ভ্যানের চাবি কেড়ে নিতে চাইলে রাকিব বাধা দিতে গেলে বাচ্চু রাকিবকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করতে থাকে মারপিটের একপর্যায়ে বাচ্চুর গোলায় থাকা মাফলার দিয়ে হত্যার উদ্দেশ্যে রাকিবের গোলাতে ফাঁস দিতে গেলে স্থানীয় জনতা আহত অবস্থায় সেখান থেকে রাকিবকে উদ্ধার করে বলে রাকিবের পিতা রাজ্জাক এই প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন। এবিষয়ে যোগাযোগ করা হলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি এসআই শরিফুল ইসলামকে তদন্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে।।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে