নামুজায় বহুর আলোচিত মল্লিকা সমিতির সভাপতিসহ চার জন কারাগারে
বগুড়া সদরের নামুজায় বহুল আলোচিত মল্লিকা সমাজ উন্নয়ন সংস্থা সমিতির সভাপতি সহ ৪ জনের জামিন না মন্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, নামুজা মল্লিকা সমাজ উন্নয়ন সংস্থা সমিতিতে বগুড়া শহরের আটাপাড়ার সাইফুল ইসলামের পুত্র মাহবুবুর রহমান সমিতিতে রাখা টাকা না পেয়ে বগুড়ার বিজ্ঞ জুডিশিয়াল আমলী আদালত-১/ মোকর্দ্দমা নং-৪১২সি/২০২২ (সদর) মামলা দায়ের করেন। ওই মামলার ৭জন আসামির মধ্যে আব্দুল মান্নান (মাস্টার) সভাপতি মল্লিকা সমিতি, কামরুল ইসলাম, সহ-সাঃ সম্পাদক, সাগর আলী, কোষাধ্যক্ষ ও মোজাফফর হোসেন, নির্বাহী সদস্য, আদালতে জামিন নিতে গেলে গত মঙ্গলবার উল্লেখিত ৪ জনকে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মন্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। এছাড়াও ওই মামলার আসামি মল্লিকা সমিতির সুফল কুমার পাল, হযরত আলী নয়ন ও নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন আত্মগোপনে আছেন বলে জানা গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন