মহাদেবপুরে দ্বিতীয় বিয়ের জের স্বামী-স্ত্রীর আত্মহত্যা
নওগাঁর মহাদেবপুরে পারিবারিক দন্দ্বের জের ধরে স্বামী-স্ত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। গত ৭ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃতরা হলেন উপজেলার চেরাগপুর ইউনিয়নের বরাইল গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র সুমন (৪০) ও তার স্ত্রী গোলাপি বেগম (৩০)। নিহতের পরিবার ও থানা পুলিশ জানায়, সুমনের প্রথম স্ত্রী খাতিজা বেগমকে না জানিয়ে গত এক সপ্তাহ আগে গোলাপি বেগমকে বিয়ে করে। গত মঙ্গলবার খাদিজা বেগম তার বাবার বাড়ি যায়। এ সুযোগে সুমন তার ছোট স্ত্রী গোলাপি বেগমকে বাড়িতে নিয়ে আসেন। বুধবার বিকেলে প্রথম স্ত্রী খাদিজা বাড়ি আসার পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল।স্থানীয়রা জামান, এ বিবাদকে কেন্দ্র করে রাত ৯ টার দিকে সুমন ও তার ছোট স্ত্রী গোলাপি বেগম গ্যাস ট্যাবলেট সেবন করে। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ টার দিকে গোলাপি ও রাত ২ টার দিকে সুমন মারা যায়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, পারিবারিক বিরোধের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে তারা আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন