প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:৪৮

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার- ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার- ২

বগুড়ার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলোকপুর কাঞ্চনপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে মেহেদী হাসান (২০) ও কাদোয়া গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে শাহজাহান হোসেন ওরফে লালন (৩৭)। 
আদমদীঘি থানার উপ-পরিদর্শক তারেক হোসেন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা হবির মোড় নামক স্থানে আনিকা পেট্রোল পাম্পের সামনে রাস্তার উপরে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে চোর চক্রের দুই সদস্যকে আটক করা হলেও অজ্ঞাতনামা ৩/৪ জন পালিয়ে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে