প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:৫৩

নন্দীগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা রাজিবের শীতবস্ত্র বিতরণ

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:
নন্দীগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা রাজিবের   শীতবস্ত্র বিতরণ

শীর্ষক দেশব্যাপী চলমান কর্মসূচীর অংশ হিসেবে দুঃস্থ ও শীতার্তদের মাঝে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) বিকেল  দলীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিশকাত হোসেন রাসেল, সাবেক উপ-ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ আশিক, উপ-স্কুলছাত্র বিষয়ক সম্পাদক শ্রী সৈকত, সাবেক উপ-বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক আমির হামজা, সাবেক সহ সম্পাদক নুর মোহাম্মদ, উপ-অর্থ বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম , সাবেক ভিপি সাকিব হোসেন, মেহেদী হাসান, সাবেক ভিপি শুভ, ছাত্রনেতা রিপন আহমেদ, সিয়াম আহমেদ, কাউসার আহমেদ, শাকিল হোসেন প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব বলেন, দেশ ও জনতার জন্য কাজ করতেই বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। যেকোন প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ নন্দীগ্রাম উপজেলা শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময়  দুঃস্থ অসহায় মানুষদের পাশে রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে