প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:৪৪
শিবগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে রোপনকৃত ধানের চারা বিনষ্টের অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে জোড়পূর্বক রোপনকৃত ধানের চারা বিনষ্ট করা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়,পৌর এলাকার কানুপুর গ্রামের মোহাম্মদ আলী পাশের গ্রামের রতনের কাছ থেকে শব্দলদিঘী মৌজার ৫১৪/৮৮৭ দাগে ২০ শতক জমি ক্রয় করে চাষাবাদ করে আসছে। বর্তমানে তারা জমিতে আমন ধানের চারা রোপন করে। এ অবস্থায় গতকাল শনিবার সকালে রতনের পরিবারের লোকজন জমিতে উপস্থিত হয়ে রোপনকৃত ধানের চারা উপরে ফেলে বিনষ্ট করে। এ সময় মোহাম্মদ আলীর পরিবারের লোকজন বাধা দিলে তারা তাদের প্রাণনাষের হুমকি সহ নানাভাবে ভয়ভীতি দেখায়। এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন