ক্ষেতলালে সড়ক দূর্ঘটনায় কাউন্সিল নিহত
জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দূর্ঘটনায় পৌর কাউন্সিল ছামছুল আলোম মৃধ্য (৬৫) মৃত্যু হয়েছে। নিহত ছামছুল আলোম মৃধ্য ক্ষেতলাল পৌরসভার ১ নং ওয়াডের কাউন্সিলর ছিল। তিনি পৌরসভার তেলাবদুল মহল্লার মৃত জসিম মৃধার ছেলে। শনিবার বিকেল সাড়ে ৪টায় এ দূর্ঘটনা ঘটে।
জানাগেছে, জয়পুরহাটের নতুন হাট থেকে গরু কিনে ভটভটি যোগে আসার পথে জয়পুরহাট টু পাকারমাথা সড়কের ভিটি নামক স্থানে এসে পৌছলে গরু বোঝায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গরুসহ গুরুত্বর আহত হয় কয়েকজন যাত্রী । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক কাউন্সিলরকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থলে তার কেনা একটি গরুটি মারা যায়।
কাউন্সিলরের অকাল মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, পৌর আওয়ামীলীগের সভাপতি দুলাল মিয়া সরদারসহ সকল কাউন্সলর বৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন