প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:০৪

বুড়িগঞ্জে সরিষা ক্ষেত নষ্ট করে জমি বেদখলের চেষ্টা! আদালতে মামলা

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
বুড়িগঞ্জে সরিষা ক্ষেত নষ্ট করে জমি
বেদখলের চেষ্টা! আদালতে মামলা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে রেজিঃকৃত জমির সরিষা ক্ষেত নষ্ট করে বেদখলের চেষ্টা! আদালতে ৩ জনকে আসামি করে মামলা দায়ের।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামের মতিয়ার রহমান বাদী হয়ে জেলা বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মোকর্দ্দমা নং-৭২পি-২০২৪ শিবগঞ্জ। মামলায় বলা হয়েছে, একই ইউপির সোনাপুরা গ্রামের আঃ খালেক মন্ডলের পুত্র আঃ ওহাব, রফিকুল ইসলাম ও আঃ ওহাবের স্ত্রী লতিফা বেগম কর্তৃক মতিয়ার রহমানের রেজিঃকৃত জমি যা খাজনা খারিজ নিজ নামিও। মৌসমে সরিষার ক্ষেত চাষ আবাদ করেছেন। উক্ত জমিতে গত ৩ ফেব্রæয়ারি সকাল ১১টায় সরিষা ক্ষেত কাটিয়া নষ্ট করে বেঅইনীভাবে তার জমি বেদখলের চেষ্টা করে। এ ঘটনায় মতিয়ার রহমান বাদী হয়ে ৭ ফেব্রæয়ারি উল্লেখি ৩ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য শিবগঞ্জ উপজেলা সহকারী ভুমি কমিশনার বরারবরে প্রেরণ করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে