প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:২০

গোবিন্দগঞ্জে থানা পুলিশের সাড়াশি অভিযানে অটোবাইক চোর চক্রসহ মোট ৯ জন গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে থানা পুলিশের সাড়াশি অভিযানে
অটোবাইক চোর চক্রসহ মোট ৯ জন গ্রেফতার

গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশে সহকারী পুলিশ সুপার সি-সার্কেল উদয় কুমার সাহার তত্ত্বাবধানে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ্ এর প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের সাড়াশি অভিযানের মাধ্যমে অটোবাইক চোর চক্রের ৬ (ছয়) জন আসামী, ১ (এক) জন ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী, প্রতারক চক্রের ১ (এক) জন আসামী এবং ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ ১ (এক) জন আসামী সহ সর্বমোট ০৯ জন আসামী গ্রেফতার করেছে।  

এসআই রায়হানুজ্জামান মহিমাগঞ্জ এলাকা হইতে ইজিবাইক চুরির ঘটনায় সোর্সের দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় নিয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ০৬ (ছয়) জন আসামীকে গ্রেফতার সহ চুরি যাওয়া ইজি বাইকের ৪টি ব্যাটারী উদ্ধার করা করে। 
এসআই মানিক রানা গোবিন্দগঞ্জ বাজারে সোনার পট্টি থেকে কথিত দুদকের পরিচালক পরিচয়ে সোনা হাতিয়ে নেওয়ার সময় একজন প্রতারক চক্রের সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে। উক্ত প্রতারকের নামে বিভিন্ন থানায় মোট ৩টি মাদক মামলা চলমান রয়েছে। উক্ত প্রতারকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এসআই প্রলয় কুমার বর্মার সাথে এএসআই মাসুদ রানা সহ একটি দল পলাশবাড়ী থানাধীণ নাকাইহাট বিলের মধ্যে কৃষকের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিনের পলাতক ২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত এবং সিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী কাহারুল ইসলামকে গ্রেফতার করে।
অপরদিকে এসআই মানিক রানা ফোর্স সহ রংপুর টু ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট চলাকালীন পঞ্চগড় হইতে ময়মনসিংহ গামী কাজী এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং সিরাজগঞ্জ-ব-১১-০১২৯ চেকিং করিয়া বাসের ভিতর হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাদল মিয়ার ছেলে মোঃ রেহমান লিয়ন মন্ডলকে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। সাড়াশি অভিযানের সকল আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যহত আছে  বলে জানা যায়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে