প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৪২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই শিশু নিহত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল
 আরোহী দুই শিশু নিহত

বগুড়ায় মঙ্গলবার সকালে শহরের দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই শিশু নিহত হয়েছেন।

নিহতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার পারানপাড়া এলাকার সুমনের ছেলে মহানুর এবং গাবতলী বৈঠাভাঙ্গা এলাকার উজ্জলের ছেলে সিফাত। নিহত দুইজনের বয়স আনুমানিক ১৫ বছর এবং তারা আপন মামাতো ফুফাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ দাদাকে দেখতে এবং পোড়াদহ মেলা কে কেন্দ্র করে ঢাকা থেকে পরিবারের সাথে এসেছিল শিশু সিফাত। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে দশটায় সাবগ্রাম দ্বিতীয় বাইপাসের তেলের পাম্প থেকে ফুফাতো ভাই মহানুরের সাথে মোটরসাইকেলে তেল উঠিয়ে ফেরার পথে তেলবাহী লরি ও ট্রাকের মাঝে পরে তারা দুর্ঘটনার শিকার হন এবং লরির চাকায় পিষ্ট হয়ে দুই শিশু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এদিকে দুর্ঘটনার পর পরই ঘাতক লরিটি পালিয়ে গেলেও এলাকাবাসী আটক করে ট্রাকটিকে। এছাড়াও সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই শিশুর মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ। তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটি আটক আছে তবে পালিয়ে যাওয়া লরিসহ চালক ও হেলপারকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে