শিবগঞ্জে ৮টি কেন্দ্রে এসএসসি সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত অনুপস্থিত ৮৩

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল/সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলি হচ্ছে শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষী ৪৯৫ জন অনুুপস্থিত ১ বহিষ্কার নাই। কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সহকারি প্রোগ্রামার আইসিটি অফিসার মাহফুজার রহমান নয়ন, কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল। শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮৩৬ অনুপস্থিত ৫, বহিষ্কার নাই। কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী ও পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ। কেন্দ্র সচিব ছিলেন প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল। মোকামতলা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১০৩৬, অনুপস্থিত ৮, বহিস্কার নাই। কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাশেম আলী, কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক আশরাফুল আলম। গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মোট পরীক্ষার্থী ৯৩২ অনুপস্থিত ১ বহিষ্কার নাই। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সহকারি পল্লী ইউনিয়ন কর্মকর্তা রাকিবুল হাসান ও জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হোসেন, কেন্দ্র সচিব ছিলেন প্রধান শফিকুল ইসলাম, গুজিয়া গালর্স স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৭৪, অনুপস্থিত ৩, বহিস্কার নাই। দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লা শেখ। এসএস ভোগেশনল ভেন্যু কেন্দ্র চৌধুরী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষা ২৩১ অনুউপস্থিত ২, বহিষ্কার নাই। ট্যাগ অফিসার সহকারি শিক্ষা কর্মকর্তা মেহেদী হাসান, কেন্দ্র সচিব দায়িত্বে ছিলেন সহকেন্দ্র সচিব মোছাঃ রুমি আক্তার বানু। শিবগঞ্জ ফাযিল ডিগ্রী মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট দাখিল পরীক্ষার্থী ৪৪০, অনুপস্থিত ৩০, বহিস্কার নাই। ট্যাগ অফিসার সহকারি শিক্ষা অফিসার কৃঞ্চারানী, কেন্দ্র সচিব অধ্যক্ষ মাহবুবে রফিক। আলিয়ারহাট ডি.ইউ.এস ফাযিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে মোট দাখিল পরীক্ষার্থী ৫২৫, অনুপস্থিত ৩৩ , বহিস্কার নাই। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, কেন্দ্র সচিব এমদাদুল হক। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট তাহমিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাসনিমুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহমুদ মোর্শেদ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন