প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:২৫
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা- জয়পুরহাট সড়কের কিচক ব্রীজের পশ্বিম পার্শ্বে ট্রাকের নিচে চাপা পড়ে মুরগি ব্যবসায়ী মোটর সাইকেল চালক রাকিব (২৪) ঘটনাস্থলে মারা যায়।
বুধবার বিকালে কালাই উপজেলার উদয়পুর গ্রামের ফিরোজ আহম্মেদের ছেলে মুরগি ব্যবসায়ী রাকিব শিবগঞ্জ উপজেলার হরিপুর তার ফুফুর বাড়িতে যাওয়ার সময় জয়পুরহাট গামী ইট বোঝায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল রাকিব টাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। শিবগঞ্জ থানা অফসার ইনচার্জ আব্দুর রউফ জানান, শিবগঞ্জ থানা পুলিশ মৃত দেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ট্রাকটি জব্দ করেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন