প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:২৯

বগুড়ার শেরপুরে এসএসপি পরীক্ষার প্রথম দিনে ৩ পরীক্ষার্থী বহিস্কার, কেন্দ্র সচিব সহ ৭ জন প্রত্যাহার

শেরপুর(বগুড়া)প্রতিনিধি-
বগুড়ার শেরপুরে এসএসপি পরীক্ষার প্রথম দিনে
 ৩ পরীক্ষার্থী বহিস্কার, কেন্দ্র সচিব সহ ৭ জন প্রত্যাহার

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিব সহ ৭ জনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় অসদুপায়ে পরীক্ষা দেওয়ায় ৩ জন শিক্ষার্থী ও ৬ জন কক্ষ পরিদর্শক এবং ১ জন সহকারী কেন্দ্র সচিব কে অব্যাহতি দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে বেশ কয়েকটি বিদ্যালয়ের এসএসসি ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে বাংলা-২য় পত্র পরীক্ষা চলাকালে কিছু শিক্ষার্থী নোট বইয়ের পাতা ছিড়ে নকল করার অপরাধে ধনকুন্ডি শাহানা সিরাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মন্ডল (রোল নং ১৪০২৩০), বেলগাছি মুৃফতি দেওয়ান দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন (রোল নং ১৪০৩৪৭) ও হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ের মো. বিজয় বাবু (রোল নং ১৪১১৯১) কে বহিস্কার করা হয়েছে। এছাড়াও অসদুপায়ে সহযোগিতা করায় সহকারী কেন্দ্র সচিব মো. জাহিদুল ইসলাম শান্তা, কক্ষ পরিদর্শক আব্দুর রশিদ, মো. রফিকুল ইসলাম, মো. সোলাইমান আলী, রামচন্দ্র পাল, বিকাশ কুমার ও রোজিনা খাতুন কে পরীক্ষা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী জানান, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন বা নকল করলে কাউকে ছাড় দেয়া হবেনা। যারা নকল করবে তাদের সহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, অব্যহতিপ্রাপ্ত শিক্ষকরা চলতি বছরের পরিক্ষায় আর কোনো দায়িত্ব পালন করতে পারবে না।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে