প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:৪৬

গাবতলীতে এমআরএম হাইস্কুলের মিলনায়তন ও মসজিদ উদ্বোধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে এমআরএম হাইস্কুলের
 মিলনায়তন ও মসজিদ উদ্বোধন

বগুড়া গাবতলীর সুখানপুকুরে মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে গতকাল শুক্রবার প্রবীন শিক্ষক বাবু ধন্য গোপাল সিংহ মিলনায়তন এবং সাবেক সাংসদ কামরুন্নাহার পুতুল জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। ধন্য গোপাল সিংহ মিলনায়তন উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। মসজিদের উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি আনিকা সারোয়ার। উদ্বোধন শেষে ধন্য গোপাল সিংহ মিলনায়তনে দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান মরহুম বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মোস্তাফিজার রহমান পটল ও তাঁর সহধর্মীনি সাবেক এমপি বেগম কামরুন্নাহার পুতুল এর মেয়ে বিদ্যালয়ের সভাপতি আনিকা সারোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্ন্ু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনুর পরিচালয় এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, বাংলাদেশ আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য অরুন কান্তি রায় সিটন, মডেল থানা পুলিশিং কমিটির আহবায়ক বাবু ধন্য গোপাল সিংহ, এস কিউ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা ও গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক শরৎ চন্দ্র রায় ও আহসাউল্লাহ মাষ্টার, সোনারায় ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রাঙ্গা, ইউনিয়ন আ’লীগের সভাপতি বিটু সিংহ, সহ-সভাপতি শিমু, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল, শিক্ষক মতিন, আসাদুল, ইসমাইল, শুব্রত ভট্টাচার্য। শেষে শিক্ষার্থীদের মাঝে শীবতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে