গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরু

সারাদেশে একযোগে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরুর অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় র্যালী, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনভর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা মহাসড়কে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করে। এর আগে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে সেবা সপ্তাহ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সেবা সপ্তাহ চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এসময় মহাসড়কে নানা সচেতনতামূলক কাজের পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে হাইওয়ে থানা পুলিশ।
গোবিন্দগঞ্জে বুধবার সকালে হাইওয়ে থানা (ওসি) মাহবুর রহমান ও বিশিষ্ট ব্যাবসায়ী জাইদুল ইসলাম এলাকার বিভিন্ন স্থানে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে র্যালী, পথসভা (স্থানীয় নেতৃবৃন্দ/পরিবহণ নেতৃবৃন্দ/কমিউনিটি পুলিশিং ফোরাম) ও লিফলেট বিতরণ এবং স্কাউটদের সম্পৃক্তকরণ বিশেষ কমিউনিটি পুলিশিং সভার আয়োজন করেন। এসময় উপস্থিত চালক, মালিক ও সাংবাদিকদের দিবসটি উপলক্ষে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
সপ্তাহের অন্যান্য দিনের আয়োজনের মধ্যে রয়েছে- বৃহস্পতিবারঃ ড্রাইভার/হেলপারদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা দি গ্রেট ড্রাইভার নাটিকা প্রদর্শনী ও লিফলেট বিতরণ, হাইওয়ে পুলিশের যন্ত্রপাতি প্রদর্শন।
শনিবারঃ মহাসড়ক সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান ট্রাফিক বিষয়ক সচেতনা কার্যক্রম ও অবৈধ হাটবাজার/দোকানপাট অপসারণ কার্যক্রম (মাইকিং) ও লিফলেট বিতরণ।
রবিবারঃ মায়ামনি চৌরাস্তা মোড়, ফাঁসিতলা বাজার বালুয়া বাজারে থ্রি হুইলারের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম (মাইকিং) ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম ও পথসভা/আলোচনা সভা, মহাসড়কের আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার।
সোমবারঃ বাসে বাসে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে যাত্রী/চালক/মালিককে সচেতন করতে মাইকিং। গাড়ীর ড্রাইভার যাতে ভুয়া লাইসেন্স ব্যবহার করে গাড়ী চালাতে না পারে সে বিষয়ে মালিককে সচেতনকরণ ও নিয়মিত চেকিংয়ের ব্যবস্থা করে প্রসিকিউশন দাখিল, মহাসড়কে চলাচলরত আইন মান্যকারী চালকদের ফুলেল শুভেচ্ছা জানানো।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন