প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:৫৬

বীর মুক্তিযোদ্ধা এড.রেজাউল করিম মন্টুর মৃত্যুতে গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা  এড.রেজাউল করিম মন্টুর  মৃত্যুতে গভীর শোক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান,বগুড়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা  এড.রেজাউল করিম মন্টু আজ ভোর ৬.০০ ঘটিকায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মরহুমের জানাযা নামাজ অদ্যই( শুক্রবার) বাদ আসর আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
 তিনি দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত কারনে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে, ১মেয়ে এবং নাতি-নাতনিসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা,  যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তপন চক্রবর্তী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো ও সদস্য অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা  জ্ঞাপন  করেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে