প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫২
বুড়িগঞ্জে সিঁধ কেটে প্রান্তিক কৃষকের গরু ও ছাগল চুরি!
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে সিঁধ কেটে এক প্রান্তিক কৃষকের গরু ও ছাগল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, বুড়িগঞ্জ ইউনিয়নের উত্তর ছাতড়া গ্রামের ফজলাল আকন্দের গোলাল ঘরে শুক্রবার দিবাগত রাতে সিঁধ কেটে ১টি গরু ও ১টি ছাগল চোরেরা চুরি করে নিয়ে যায়। গরুর মালিক ফজলাল জানান, লাল রঙ এর গাভ গরু ও ছাগল মিলে ১ লাখ ২০হাজার টাকা ক্ষতি হয়েছে। এসংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন