প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫৭

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সরকার

গাবতলীতে এমপি ডাঃ নান্নু
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 
কাজ করে যাচ্ছেন সরকার

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, মহান জাতীয় সংসদে বগুড়া ও গাবতলী-শাজাহানপুর উপজেলার উন্নয়নের জন্য বিভিন্ন দাবী তুলে ধরেছি। নানা কারণে গাবতলী ও শাজাহানপুর উন্নয়নে পিছিয়ে রয়েছে। উন্নয়নে পিছিয়ে পড়া এই অঞ্চলগুলোর দিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই নজর দিবেন বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল করেছে এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সকলে মিলে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাবো। তিনি আরো বলেন, এলাকার উন্নয়নে বিবেক-বিবেচনা দিয়ে কাজ করবো। যে কাজটা আগে করা দরকার বলে মনে হবে সেটাই আগে করবো। এজন্য আপনার সহযোগিতা করবেন। গতকাল শনিবার বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়নে ডঙর দৌলতুজ্জামান বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও নবীন বরণ এবং নব-নির্বাচিত এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নুকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন দিলু’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক দুলাল কুমার রায় পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আ’লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি, সহ-সভাপতি শরৎ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, নেপালতলী ইউপির সাবেক চেয়ারম্যান লতিফুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি নিলাদ্রী শেখর সিংহ বিটু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোহানুল খাওলা রোহন, আব্দুর গফুর বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন ফুল্লু, মাহবুবুর রহমান, ইউপি সদস্য সারোয়ার জাহান মিলনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এরআগে প্রধান অতিথি  জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে