মানব পাচার চক্রের হোতারা নিরাপদে আর নিহত ও নিখোঁজ পরিবারে হতাশা!

মানুষ কেন দেশ ছাড়ে? আরো ভালো থাকার জন্যে। তখন সে অন্য কোথাও যাওয়ার জন্যে উঠে পড়ে লাগে। সব সময় কী এই চেষ্টা সফল হয়? অনেক সময় এই চেষ্টা এবং উন্নত জীবনের স্বপ্ন থেমে যায় মাঝপথে।
মালয়েশিয়া পৌঁছাতে গিয়ে বিগত ২০১৪ সালে প্রাণ হারিয়ে চিরতরে চলে গেছে ৩ জন। পাচারে ক্ষতিগ্রস্ত হয়েছে অগণিত পরিবার। চলুন জানি কোন এলাকার কোন কোন মানুষ জল পথে দেশ ছাড়ে বিদেশ যেতে নিহত ও নিখোঁজ হয়েছে। নিহত হয়েছেন বুড়িগঞ্জ ইউপির খরকোনা গ্রামের আঃ রাজ্জাক, পিরব ইউপির মোগইল গ্রামের আম বাবু, মাঝিহট্ট ইউপির গোবিন্দপুর গ্রামের সুইট। এপর্যন্ত নিখোঁজ রয়েছেন।
বুড়িগঞ্জ ইউপির বালুকচড়া গ্রামের হারুন একই ইউপির বেলভুজা গ্রামের আইনুর রহমান। এছাড়াও নিখোঁজ আছেন অনেকে।
এতগ্রলো নিহত ও নিখোঁজ ঘটনার মধ্যে মামলা হয়েছে মাত্র ২টি হারুল ও আইনুর নিখোঁজের। ওই মামলার আসামি বুড়িগঞ্জ ইউপির ছাতড়া গ্রামের হাফিজার রহমান দেশ ছেড়ে মালয়েশিয়ায় নিরাপদে জীবন-যাপন করছেন। অপর আসামি মাঝিহট্ট ইউপির গামড়া গ্রামের মোফাজ্জল হোসেন আবারও চালিয়ে যাচ্ছে তার দালালি ব্যবসা। সবমিলিয়ে মানব পাচার চক্রের হোতারা নিরাপদে আর নিহত ও নিখোঁজ পরিবারে হতাশা!
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন