মাঝিহট্ট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বন্ধের দাবীতে বিভিন্ন মহলে অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বন্ধের দাবীতে জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন মহলে অভিযোগ করা হয়েছে। গত ২৫ ফেব্রæয়ারি স্থানীয় শিক্ষানুরাগী আব্দুর রশিদ রতন বাদী হয়ে লিখিত অভিযোটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, শিবগঞ্জ উপজেলাধীন মাঝিহট্ট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অবৈধ প্রধান শিক্ষক কর্তৃক গঠিত ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্য বন্ধ করা হোক।
এছাড়াও অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের অবৈধ প্রধান শিক্ষক নিজাম উদ্দিন নিয়োগ প্রাপ্ত হওয়ার কারনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ইতোপূর্বে এই মর্মে সিদ্ধান্ত গ্রহন করেছে যে, তার এমপিও ভুক্তি হওয়ার সুযোগ নাই এবং বিশেষ ট্রাইবুনালে তার বিচার করা হবে।
সে সাথে নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত ব্যক্তিদের কারণ দর্শনোর পত্র প্রেরণ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন