নন্দীগ্রামে সরিষা জমি থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে সরিষা জমি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সিনজানি গোয়ালিয়া মাঠে একটি সরিষাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ৪-৫ দিন আগে তাকে হত্যা করে লাশ ফেলে গেছেন দূর্বৃত্তরা। জানা যায়, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিনজানি গোয়ালিয়া মাঠে সরিষা কাটার সময় অজ্ঞাতনামা ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয় এক কৃষক। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে থানা পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে এই হত্যা করা হয়েছে। এ রিপোর্ট লেখা প্রর্যন্ত মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন আজম বলেন, সংবাদ পেয়ে সরিষার জমি থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি খুব দ্রুত মূল রহস্য উদঘাটন করা যাবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন