দুপচাঁচিয়ায় ওয়ালটন কিস্তিক্রেতাকে সুরক্ষা সহায়তা প্রদান

ওয়ালটন কিস্তিক্রেতা সুরক্ষা নীতির সহায়তা পেলেন দুপচাঁচিয়ার মঞ্জুয়ারা বিবি। গত ২৮ফেব্রুয়ারি বুধবার ওয়ালটন প্লাজা দুপচাঁচিয়া শাখার পক্ষ থেকে এ সুরক্ষা সহায়তা প্রদান করেন ওয়ালটন প্লাজার শাখা ব্যবস্থাপক আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই পলাশ অধিকারী, ব্যবসায়ী সোহাগ হোসেন, ওয়ালটন প্লাজার ফ্লোর ইনচার্জ মেহেদী হাসান, অফিস স্ট্যাফ রায়হান হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গতঃ ওয়ালটন প্লাজা দুপচাঁচিয়া শাখা হতে মঞ্জুয়ারা বিবি ১৩হাজার ৮০৮টাকা দামে কিস্তিতে একটি এনইএক্সজি এন-৭০ মডেলের একটি মোবাইল ফোন ক্রয় করেন। তিনি ক্রয় করার পর প্রথম কিস্তি ৬হাজার টাকা পরিশোধ করেন এবং ওয়ালটন প্লাজা হতে সুরক্ষা কার্ড পান। হঠাৎ করে গত ৬ফেব্রুয়ারি তার স্বামী আজিজার রহমান মারা যান। কিস্তিক্রেতা সুরক্ষা নীতির আওতায় তার স্বামী মারা যাবার কারণে মঞ্জুয়ারা বিবিকে ২৫হাজার টাকার এ সহায়তা প্রদান করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন