প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০০:২৭

গোলাপবাগ বাসুদেব জিউ মন্দিরে ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
গোলাপবাগ বাসুদেব জিউ মন্দিরে ৩২ প্রহর ব্যাপী
মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় গোলাপবাগ বন্দর বাসুদেব জিউ মন্দির অঙ্গনে গত ২৪শে ফেব্রুয়ারি (শনিবার) থেকে ১লা মার্চ (শুক্রবার) পর্যন্ত ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ, লীলা মাধুরী কীর্তন ও ভোগ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় ৭২তম অধিবেশনে গত ২৪শে ফেব্রুয়ারি মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস, গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি (রবিবার ও সোমবার) ২ দিন ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার ও বুধবার) ২ দিন ব্যাপী শ্রীশ্রী রাধা-গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুরী কীর্তন, ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শ্রীমন্মহাপ্রভুর ভোগ অন্তে প্রসাদ বিতরণ এবং ১লা মার্চ (শুক্রবার) দধি মঙ্গল ও স্বকৃপায় মহন্ত বিদায়ের মধ্য দিয়ে সমাপ্তি। মহানাম সুধা পরিবেশনায় রয়েছে খুলনা বাগেরহাটের রাইকানাই সম্প্রদায়, সিরাজগঞ্জের শ্রী রুপ নারায়ণ সেবা সংঘ, দিনাজপুরের কৃষ্ণ কাঙ্গাল সম্প্রদায়, বগুড়া কাহালুর পূজা রানী সম্প্রদায়, গাইবান্ধা কাশিয়াবাড়ীর কৃঞ্চ ভক্ত সম্প্রদায় ও স্বাগতিক বাসুদেব জিউ মন্দির। লীলা মাধুরী কীর্তন পরিবেশনায় যশোরের কৃঞ্চা পাল, নওগাঁর বেনী মাধব দাস, ভারত কলিকাতার শ্রীমতি মিতালী সরকার ও সিরাজগঞ্জ শাহজাদপুরের শ্রী দিপক চন্দ্র পাল।
গোলাপবাগ বন্দর বাসুদেব জিউ মন্দিরের সভাপতি বিমল কুমার সাহা বৈদ্যের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক প্রভাষক দীপক কুমার কর দীপুর পরিচালনায় ও মন্দিরের সেবায়েত মনিন্দ্র নাথ ভট্টাচার্জের তত্ত্বাবধানে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন, সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস রন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় দেব, সাধারণ সম্পাদক রিমন তালুকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য পাপিয়া রায় পাখি সহ হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে