প্রকাশিত : ৪ মার্চ, ২০২৪ ০০:১২

লালমনিরহাট থেকে ফেন্সিডিলের চালান যাচ্ছিলো ঢাকায়, ধরা পরলো বগুড়ায়

ষ্টাফ রিপোর্টার
লালমনিরহাট থেকে ফেন্সিডিলের চালান 
যাচ্ছিলো ঢাকায়, ধরা পরলো বগুড়ায়

লালমনিরহাট থেকে রাজধানী ঢাকায় ফেন্সিডিলের চালান নিয়ে যাওয়ার সময় বগুড়া সদরে একটি পিকআপ ভ্যান থেকে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে উপজেলার গোকুলে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ 

গ্রেপ্তাররা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধার নুরুল ইসলামের ছেলে পিকআপ ভ্যান চালক মমিনুল ইসলাম (৩৫) ও কালিগঞ্জের আবু তালেবের ছেলে চালকের সহকারী নুরুজ্জামান মিয়া (২৮)। 
র‍্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে মাদকদ্রব্য ফেন্সিডিল আসছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। পরে গোকুল এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ পিকআপ ভ্যানের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। 
র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (এএসপি) সোহেল রানা বলেন, গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে৷

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে