প্রকাশিত : ৪ মার্চ, ২০২৪ ২২:৪৬

গাবতলীর এমপিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় থানা হেফাজতে যুবলীগ নেতা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীর এমপিকে নিয়ে ফেসবুকে 
আপত্তিকর মন্তব্য করায় থানা হেফাজতে 
যুবলীগ নেতা

বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু এর সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় গাবতলী উপজেলা যুবলীগের সদস্য সাব্বির হাসান জাফরু পাইকারকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। গত ৩রা মার্চ রাত সোয়া ১২টায় থানা পুলিশের একটি টিম পৌর সদরের পুরান বাজার থেকে জাফরু পাইকারকে হেফাজতে নেয় হয়। পরে ক্ষমা চাওয়ার ভিত্তিতে ছেড়ে দেয়া হয়। 
জানা গেছে, গত ৩রা মার্চ রাতে উপজেলা যুবলীগের সদস্য জাফরু পাইকারের ফেসবুক আইডি থেকে সরকারী বরাদ্দের বিষয় নিয়ে বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু এর সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ কথা-বার্তা পোষ্ট করেন। যাহা আইনত গুরুতর অপরাধ। বিষয়টি এমপি মহোদ্বয়ের নজরে আসলে তিনি থানার ওসি আবুল কালাম আজাদকে অবগত করেন। পরে থানা পুলিশের একটি টিম রাত সোয়া ১২টায় পৌর সদরের পুরান বাজার থেকে জাফরু পাইকারকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোন সদুত্বর দিতে পারেনি বলে জানা গেছে। পরে জাফরু পাইকার বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু’র কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তা তার সেফবুক আইডিতে পোষ্ট করেন। সেইসাথে পূর্বের লেখা পোষ্টও ডিলিট করেন। এ ব্যাপারে বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বলেন, না যেনে, না বুঝে জাফরু পাইকার তার ফেসবুক আইডিতে আমাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন। যা রীতিমত অপরাধ বটে। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিৎ। এ ব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মাননীয় এমপি মহোদ্বয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর একটি পোষ্ট দেখে তাদেরকে থানায় নেয়া হয়েছিল। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরো তদন্ত চলছে, পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে