প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৪ ০১:২০

নন্দীগ্রামে চলা চলের রাস্তা বেড়া দিয়ে বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-
নন্দীগ্রামে চলা চলের রাস্তা বেড়া দিয়ে বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়ার নন্দীগ্রামে পায়ে হেটে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভূগী মো: আব্দুল কাদের। ১২মার্চ মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল কাদের তার লিখিত বক্তব্যে বলেন, গত ৩৩ বছর পূর্বে বীজরুল আকন পাড়ার মৃত: দইম মন্ডলের ছেলে রশীদের নিকট থেকে বীজরুল মৌজার ৩২৫ দাগে ১৪ শতকের কাতে  ৫ শতক জায়গা ক্রয় করি। বিগত অনেকদিন যাবৎ জায়গাটি পতিত থাকলেও গত ৪ মাস পূর্বে আমি সেখানে বসবাসের জন্য বাড়ি নির্মাণ করি। বাড়ি নির্মান করার পরে আমার চলাচলের রাস্তা না থাকায় একই দাগের বাকি জায়গার মালিক সাহেরা বানুর জায়গা দিয়ে সাময়িক চলাচল করলেও বর্তমানে সাহেরা বানু, তাছলিমা বেগম ও তাছলিমার স্বামী মো: মাসুদ জোর পূর্বক আমার চলাচলের একমাত্র রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। যার ফলে আমি আমার পরিবার নিয়ে গৃহবন্দী হয়ে পড়েছি। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, চলাচলের রাস্তার বেড়া সরাইতে বললে তারা আমি ও আমার পরিবারকে মারতে আসে। উক্ত জায়গার মালিক সাহেরা বানুকে রাস্তার জায়গার পরিবর্তে একই দাগে সমান পরিমান জায়গা দিতে চাইলেও তারা রাজি হয়নি ফলে আব্দূল কাদের তার পরিবার নিয়ে চরম সমস্যায় রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এসময় তিনি আরো বলেন,  ইতিপূর্বে উক্ত বিষয় নিয়ে থানায় ও চেয়ারম্যানের কাছে অভিযোগ করলেও কোন ফল পাইনি। তারা উক্ত জায়গায় বেড়া দিয়ে রাখার কারনে অনেক কষ্ট করে আমাদের চলাচল করতে হচ্ছে। এসময়  চলাচলের রাস্তার সঠিক সমাধান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের প্রতি আবেদন জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

 

উপরে