প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৪ ১০:০৭

মান্দায় সাংবাদিকের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
মান্দায় সাংবাদিকের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা

নওগাঁর মান্দায় এক সাংবাদিকের সম্পত্তি জবরদখল করে স্থাপনা নির্মাণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দখল চেষ্টা বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই সম্পত্তির মালিক শ্রীরামপুর গ্রামের কাওসার আলী। তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সহ-সম্পাদক পদে কর্মরত আছেন। কাজের সুবাদে তিনি ঢাকায় থাকেন। তাঁর অনুপস্থিতির সুযোগে একই গ্রামের ইসমাইল হোসেন জামাল (২৯) ও কামাল হোসেন (২৭) ভাড়াটিয়া লোকজন দিয়ে জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন।
সাংবাদিক কাওসার আলী বলেন, সকালে বাড়ি থেকে মা ফোনে জানায় জামাল ও কামাল ভাড়াটিয়া লোকজন এনে আমার জমিতে ঘর নির্মাণের জন্য মাটি খনন করছে। বিষয়টি জেনে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তা কামনা করি। এর পর মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।
তিনি অভিযোগ করে বলেন, বখাটে জামাল ও কামাল দীর্ঘদিন ধরে আমার ওই সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করে আসছে। আমাকে তারা মেরে ফেলাসহ পরিবারের ক্ষতিসাধনের হুমকি দিয়ে আসছিল। ওইসব ঘটনায় আমি মান্দা থানায় অভিযোগ দিয়েছিলাম। অভিযোগের তদন্ত করে তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আদালতে হাজির হয়ে ভুল স্বীকার করে তারা মুচলেকা দিয়ে এসেছে। 
ঘটনাস্থলে উপস্থিত রেজাউল করিম বলেন, কাওসারের দুই জমির মাঝখানে জামালের মায়ের দুই শতক জমি আছে। কিন্তু জামালরা দুই শতকের বেশি জমিতে আগে থেকেই ঘর বানিয়ে বসবাস করছেন। এখানকার বাকি জমি কাওসারের। নতুন করে জামালের ঘর তোলার জায়গা এখানে আর নেই। তারপরেও ঘর তুললে সেটা জবরদখল হবে।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ৯৯৯ নম্বর থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমরা তৎপর রয়েছি। উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে