প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৪ ১০:১৬

মহাদেবপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা অভিযুক্ত যুবক ছাড়া পেল শালীসে

ষ্টাফ রিপোর্টার
মহাদেবপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা
অভিযুক্ত যুবক ছাড়া পেল শালীসে

নওগাঁর মহাদেবপুরে সংখ্যালঘু পরিবারের এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় আটক যুবককে শালীসে ছেড়ে দেয়া হয়েছে।এঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে মাতবরদের বিরুদ্ধে। লোকলজ্জার ভয়ে ওই গৃহবধূ আইনের আশ্রয় নিতে পারছেনা। গত ১২ মার্চ শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউনিয়নের গাহলী গ্রামে।স্থানীয় লোকজন জানান, এ গৃহবধূর স্বামী ঢাকায় থাকার সুবাদে ওইদিন দিবাগত রাত ১১ টার দিকে মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের নুর ইসলাম ওরফে সুধীর পাগলার ছেলে রুবেল হোসেন ওরফে আব্দুল কুদ্দুস ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ধর্ষণ চেষ্টাকারী ওই যুবককে ঘটনা স্থলেই আটক করে। অভিযোগ রয়েছে ঘটনার সময় আটক ধর্ষন চেষ্টাকারীকে এবং ওই গৃহবধূকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য পরিমল চন্দ্র বর্মনের নেতৃত্বে পরদিন সকালে সেখানে শালীস ডাকা হয়।এ শালীসের মাতবররা অদৃশ্য কারণে ধর্ষণ চেষ্টাকারী যুবককে ছেড়ে দেয় এবং নির্যাতিত গৃহবধূকে ভৎসনা করে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল গাহলী বাজারে তার ওয়েল্ডিংয়ের দোকান বন্ধ রাখাসহ তার মুঠোফোন বন্ধ রেখেছে। এদিকে ইউপি সদস্য পরিমল চন্দ্র বর্মন এবং শালীসে উপস্থিত কয়েকজন মাতববরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে লক্ষাধিক টাকার বিনিময়ে ধর্ষণ চেষ্টাকারী যুবককে ছেড়ে দেয়া হয়েছে। তবে টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করে ইউপি সদস্য পরিমল চন্দ্র বর্মন বলেন,সামাজিক সম্পৃতি বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেন মাতব্বররা।ওই শালীসের এক মাতব্বর খোরশেদ আলম। এবিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্য আচরণ করেন। তিনি বলেন, যে বিষয়টির মিমাংশা হয়ে গেছে তা নিয়ে সাংবাদিকদের এত মাথাব্যাথা কেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে